প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৭
কচুয়ায় ড্রেজারের বালুর গর্তে ডুবে দু শিশুর মৃত্যু

কচুয়া উপজেলায় ড্রেজারের বালুর গর্তের পানিতে ডুবে দু শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো : রায়হান (৬) ও রিহান আহমেদ (৩)। তারা আপন মামাতো-ফুফাতো ভাই। রায়হান শাসনখলা গ্রামের মোশারফের ছেলে। রিহান একই গ্রামের শাহিনের ছেলে।
|আরো খবর
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালে বাড়ির পাশে একসঙ্গে খেলছিলো রায়হান ও রিহান। এ সময় পরিবারের লোকজন কাজে ব্যস্ত ছিলেন। খেলতে খেলতে এক পর্যায়ে দু শিশু খেলার ছলে বাড়ির পাশে থাকা একটি ড্রেজারের বালুর গর্তে পড়ে যায়। বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বালুর গর্তে তারা ডুবে আছে দেখতে পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।