প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৬:৩৩
ফরিদগঞ্জে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

রাজস্ব খাতের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আওতায় ফরিদগঞ্জে উন্মুক্ত জলাশয় ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
|আরো খবর
রোববার (৩১ আগস্ট ২০২৫) সকালে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ ডাকাতিয়া নদীর গুদারাঘাট এলাকায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন ও ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান।
উপজেলা মৎস্য অফিস জানায়, উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে মোট ৩৮৩ হেক্টর জলাশয়ে ৩৭৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, রাজস্ব খাতে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির আওতায় ফরিদগঞ্জ উপজেলার খাস, সরকারি সহ প্রাতিষ্ঠানিক জলাশয়ে এই মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।