রবিবার, ৩১ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১৭:০৯

ফরিদগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রবীর চক্রবর্তী ।।
ফরিদগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মৃত সারোয়ার হোসেন আহাদ

সাঁতার না জানায় খালাতো ভাইয়ের সাথে পুকুরের পানিতে গোসল করতে নেমে আর উঠতে না পেরে হাফেজিয়া মাদ্রাসা পড়ুয়া সারোয়ার হোসেন আহাদ নামে ১১ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শিশুটি ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা গ্রামের সালাউদ্দিনের ছেলে। পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, চরকুমিরা এলাকার খোলাফায়ে রাশেদিন মাদ্রাসার হাফেজি বিভাগের শিক্ষার্থী সারোয়ার হোসেন আহাদ শনিবার (৩০ আগস্ট ২০২৫) বেলা ১১টার দিকে চরকুমিরা গ্রামের তারা নানা বাড়ি সাদেক আলী মিজি বাড়ির পুকুরে খালাতো ভাইয়ের সাথে পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে ডুব দিয়ে না উঠায় তার খালাতো ভাই বাড়ি গিয়ে লোকজনদের জানালে তারা এসে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে। পরে পার্শ্ববর্তী ডায়াবেটিক সেন্টার ও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহাদ দুই ভাই বোনের মধ্যে ছোট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়