মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৫:২৯

প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার

প্রবীর চক্রবর্তী।।
প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার

বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ ) অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫)  ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে  উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের  সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) বিল্লাল হোসেন খন্দকার, সহকারী পরিচালক (প্রোগ্রাম) রুহুল আমিন বাশির, উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আইসিটি সম্পাদক গাজী মমিন, প্রান্তিক জনগোষ্ঠীর কৃষ্ণকমল দাস, কৃষ্ণ কর্মকার, সঞ্জিত পাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে যেই দশটি পেশার লোকজনকে নিয়ে সমাজসেবা অধিদপ্তর কাজ করছে তাদের উদ্দেশ্য হলো, পিছিয়ে পড়া এই পেশার লোকজনকে প্রশিক্ষণসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করে তাদের জীবনমান উন্নয়নের পাশপাশি তারা যেনো এই পেশা থেকে হারিয়ে না যায়।  এই প্রকল্পের প্রথম ফেইজের সফল বাস্তবায়নের কারণে চিহ্নিত এই দশটি পেশার লোকজন অনেকখানি এগিয়ে আসতে পেরেছে। আশা করছি দ্বিতীয় ফেইজের মাধ্যমে সরকারের যেই ভিশন তার সফল বাস্তায়বন হবে।

সেমিনারে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, আপনাদের পেশা হারিয়ে গেলে আমাদের ইতিহাস ঐতিহ্য হারিয়ে যাবে। প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতি কাজে লাগিয়ে এই পেশাগুলোর মানের উন্নয়ন ঘটাতে হবে। আপানাদের পাশাপাশি আপনাদের পরবর্তী প্রজন্মকেও এই পেশা সম্পর্কে জানাতে হবে, শেখাতে হবে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের সময়েও এসব পেশার সাথে সশ্লিষ্টদের অভিজ্ঞতা কাজে লাগবে।

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়