শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ২১:৪৩

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বহু বছর পরেও মানুষ স্মরণ করবে আমাদেরও একজন গণতন্ত্রের মা খালেদা জিয়া ছিলেন

--------মোস্তফা খান সফরী

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
বহু বছর পরেও মানুষ স্মরণ করবে আমাদেরও একজন গণতন্ত্রের মা খালেদা জিয়া ছিলেন
সফরমালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা খান সফরী।

চাঁদপুরের কৃতী সন্তান, চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও দলের নেতা-কর্মীরা প্রতিহিংসার রাজনীতি করে না এবং প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। যে কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারাদেশের জনগণের জান ও মালের নিরাপত্তার দায়িত্ব বিএনপির নেতা-কর্মীরা নিয়েছে।

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকরা তথা বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দেশ ও দেশের জনগণকে ভালোবাসার রাজনীতি করে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া শুধু আপসহীন নেত্রীই নন, তিনি মানবিক নেত্রী, তাঁকে বলা হয় মানবতার মা। তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, ক্ষমতার অপব্যবহার করেননি, প্রতিহিংসার রাজনীতি করেননি। যার ফলে বিগত সরকার বিএনপির নাম মুছে ফেলার নানা ষড়যন্ত্র করেও সফল হতে পারেনি। দেশের চলমান পরিস্থিতিতে দেশ ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে তিনি ৮০ বছর বয়সেও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। যে কারণে বহু বছর পরেও মানুষ স্মরণ করবে, আমাদেরও একজন গণতন্ত্রের মা খালেদা জিয়া ছিলেন।

তিনি উপস্থিত দলীয় নেতা-কর্মীসহ সকল জনগণের নিকট খালেদা জিয়ার জন্যে দোয়া চান।

তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার সফরমালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেলে স্থানীয় বিএনপি নেতা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. আবু আহমেদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউস শাহাদাৎ ওয়াসিম পাটোয়ারী। এছাড়া

বিএনপি নেতা অ্যাড. এএইচএম আশ্রাফুল ইসলাম আশু, জেলা যুবদলের সহ-সভাপতি সরোয়ার হোসেন গাজী, যুগ্ম সম্পাদক কামাল পাটোয়ারী, সাবেক ছাত্রদল নেতা বশির পারভেজ, স্থানীয় বিএনপি নেতা জাকির খান প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনার পূর্বে সফরমালী জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মরহুম অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়