শনিবার, ১৬ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ২১:২১

শহীদ আবু ইউসুফ সরকারের ৫ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়ানুষ্ঠান

রেদওয়ান আহমেদ জাকির।।
শহীদ আবু ইউসুফ সরকারের ৫ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়ানুষ্ঠান
মতলব দক্ষিণে করোনা শহীদ আবু ইউসুফ সরকারের ৫ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা শেষে বৃক্ষরোপণ করছেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি।

মতলব দক্ষিণে করোনা শহীদ আবু ইউসুফ সরকার স্মৃতি সংসদের আয়োজনে শহীদ আবু ইউসুফ সরকারের ৫ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেলে শ্রীবর্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে খুলনা আপিল বিভাগের কর কমিশনার মো. সারোয়ার হোসেন রোমান সরকারের সভাপতিত্বে ও স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক আল মামুন প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাব উদ্দিন মুন্সী, শাহতলী জিলানী চিশতি কলেজের সাবেক অধ্যক্ষ মো. হারুন অর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান (ভিপি জাকির), স্মৃতি সংসদের আহ্বায়ক আবু ইউসুফ মো. শিহাব উদ্দিন পাটওয়ারী, ৪৪তম বিসিএস (শিক্ষা)তে উত্তীর্ণ ইমতিয়াজ আহমেদ রেজা। অন্যান্যের মধ্যে

বক্তব্য রাখেন সমাজসেবক মো. ইয়াছিন আরাফাত, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহআলম কাজী, উদ্দমদী ডিজিটাল স্কুলের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ শামীম আক্তার, শ্রীবর্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, সহকারী শিক্ষক জানিবুল হক, সমাজসেবক মো. মোখলেছুর রহমান প্রমুখ।

এছাড়া স্মৃতি সংসদের সদস্যবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শহীদ আবু ইউসুফ সরকারের জন্যে দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়