প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৮:০৯
ফরিদগঞ্জে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা
আমাদের শিক্ষাকে বদলে দিতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম .................... জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

ফরিদগঞ্জ উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট ২০২৫) ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
|আরো খবর
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে আমরা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছি। তার একটি হলো শিক্ষকদের করণীয় শীর্ষক ধারাবাহিক বৈঠক। এই বৈঠকের মাধ্যমে কীভাবে আমাদের শিক্ষাকে এগিয়ে নেয়া যায়। শুধু পরীক্ষার ফল নয়, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা, মেধা ও মননের উন্নয়নের মাধ্যমে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার উপায় ঠিক করা। আপনারা যদি সদ্য প্রকাশিত এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীদের অংশগ্রহণ ও তাদের ফলাফল পর্যালোচনা করেন, তবে অনেক কিছুই অনুধাবন করতে সক্ষম হবেন। আমাদের মনে রাখতে হবে, শিক্ষকতা শুধু একটি চাকুরি নয়, এই পেশার লোকজন একটি জাতিকে বদলে দিতে সক্ষম। যদিও দুঃখের সাথে বলতে হয়, বর্তমানে অনেকের কাছে শিক্ষকতা একটি চাকুরি মাত্র। আমাদের মনে রাখতে হবে, শিক্ষাকে বদলে দিতে শিক্ষকের ভূমিকা অপরিসীম।
তিনি বলেন, বিভিন্ন দেশের আমাদের দেশের দিকে বেশি নজর কেন, তার দিক বিশ্লেষণ করলে দেখা যাবে, ছোট্ট দেশে বিশাল জনসংখ্যা আমাদের । ২০ কোটি লোককে যদি আমরা দক্ষ জনশক্তিকে রূপান্তরিত করতে পারি, তাহলে পৃথিবীর অনেক দেশের চেয়ে আমরা সমৃদ্ধশালী দেশে দ্রুত পরিণত হবো। কিন্তু আমাদের এই লক্ষ্যে পৌঁছতে হলে, দক্ষতা বৃদ্ধি করতে হলে প্রধানতম উপায় হলো শিক্ষার গুণগত মানোন্নয়ন। শিক্ষা যে মাধ্যমেরই হোক না কেন, প্রতিটি শিক্ষার্থী যেন ওই মাধ্যমেই দক্ষতা অর্জন করে। যাতে আমাদের বেকার শিক্ষিত বৃদ্ধি না পেয়ে দক্ষ জনগোষ্ঠী তৈরি হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ. দা.) মো. গাউছুল আজম পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান ও একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন।