বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৯:১৮

মতলব উত্তরের মেঘনা নদীতে অভিযানে ৩০০ টি চায়না দুয়ারী চাঁই জব্দ

মতলব উত্তরের  মেঘনা নদীতে অভিযানে ৩০০ টি চায়না দুয়ারী চাঁই  জব্দ
মাহবুব আলম লাভলু

মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩০০ টি চায়না দুয়ারী চাঁই, ১ টি বেহুন্দী জাল ও ১ টি পাঙ্গাসের পোনার চাঁই জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) সকাল ১০টা হতে দুপুর ৩টা পর্যন্ত মেঘনা নদীর বাহাদুরপুর, সুগন্ধি, সটাকী, বাবুরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ গুলো জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মৎস্য রক্ষা অভিযানে মেঘনা নদীর বাহাদুরপুর, সুগন্ধি, সটাকী, বাবুরবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি পাঙ্গাসের পোনার চাঁই, ৩০০ টি চায়না দুয়ারী চাঁই, ১ টি বেহুন্দী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার নাসির উদ্দিন, মোহনপুর নৌ পলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. এহসানুল।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, ৩০০ টি চায়না দুয়ারী চাঁই, ১টি পাঙ্গাসের পোনার চাঁই ও ১ টি বেহুন্দী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়