মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৩

নিখোঁজ রায়হানের সন্ধানে পাগল বাবা

এমরান হোসেন লিটন
নিখোঁজ রায়হানের সন্ধানে পাগল বাবা

মো: রায়হান হোসেন (১৭) বাবা, মো: জিতু তপদার, গ্রাম, গাজীপুর ফরিদগঞ্জ, চাঁদপুর। রায়হান একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী, উচ্চতা ৫ ফুট। সে দিনমজুর জিতু তপদারের একমাত্র সন্তান। রায়হান একজন প্রতিবন্ধী হলেও তার আচার-আচরণ ছিল খুব ভালো। তিনি এলাকার সকলের কাছে স্নেহের মানুষ ছিলেন। সবাই তাকে আদর এবং স্নেহ করতো তার সুন্দর ব্যবহারের জন্য। রায়হান খুব পশুপ্রেমী ছিল। গরুকে রায়হান খুব বেশি ভালোবাসতেন।

সে গত ঈদুল আযহার তিনদিন আগে ১৭ তারিখ অনুমান দুপুরের দিকে কাউকে কিছু না বলে কোথায় যেন চলে যায়। তবে এলাকার অনেকের ধারণা ঈদের আগে ১৭ তারিখ যখন গরুর ব্যবসায়ীরা গরুর পাল নিয়ে তাদের বাড়ির পাশ দিয়ে যায় তখন হয়তো সে গরুর পালের সাথে চলে গেছে।

অদ্যবধি রায়হানের বাবা আত্মীয় স্বজনসহ দেশের বিভিন্ন জেলায় খোঁজ নিয়েছেন। বিভিন্ন স্থানে তার ছবি দিয়ে দেয়ালে দেয়ালে হারানো বিজ্ঞপ্তি লাগিয়েছেন এবং মাইকিং করেছেন। এছাড়া ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। যার নং ১১৫০/২৫-০৭-২১ ইং।

দিনমজুর জিতু তপদার তার একমাত্র বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছেলে মোঃ রায়হান এর সন্ধানে এখন পাগলের মতো হয়ে গেছে। তিনি তার ছেলের সন্ধানে সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন। কেউ তার সন্ধান পেলে উপরোক্ত ঠিকানা অথবা ০১৭৮৫৬৫০৪২৩ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়