বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ নভেম্বর ২০২২, ১৩:৪১

নিখোঁজের ঘন্টা পরে মৃত পাওয়া গেলো শিশুটিকে

কামরুজ্জামান টুটুল
নিখোঁজের ঘন্টা পরে মৃত পাওয়া গেলো শিশুটিকে

নিজ বাড়ির উঠানে খেলতে গিয়ে নিখোঁজ হয় তিন বছরের ছোট শিশু মোবাশ্বেরা। নিখোঁজের ঘন্টা খানেক পরে তাকে নিজ বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে বাড়ির লোকজন। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে চাঁদপুরের হাজীগঞ্জের ১০নং গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের হরিপুর গ্রামের আখন বাড়িতে। শিশুটি এ বাড়ির আবদুল মান্নানের মেয়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির বাবা আবদুল মান্নান জানান, বাড়ির উঠানে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে খুঁজে করে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান, আমরা খবর পেয়ে শিশুটির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়