মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ নভেম্বর ২০২২, ১৪:১৬

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) কলেজ শাখার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আবু ছাইদ।

কলেজ শাখার সমন্বয়কারী সহকারী অধ্যাপক মো. তাজুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, কলেজ শাখার সহকারী অধ্যাপক মালেকা পারভীন, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার প্রমুখ।

প্রভাষক মো. কামরুল হাসানের সঞ্চালনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, বিএম ১ম বর্ষের শিক্ষার্থী তানজিনা আক্তার ও একাদশ শ্রেণির শিক্ষার্থী নুসরাত হুসনা। বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষে বিদায় বাণী পাঠ করেন পরীক্ষার্থী সিরাজুম মনিরা।

বক্তব্য শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক মহিউদ্দিন মো. নাজমুস শাহাদাত এবং মিলাদ পরিচালনা করেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মসজিদের ইমাম মো. হাবিবুর রহমান।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন বিএম ২য় বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন। এসময় শিক্ষক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়