মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ অক্টোবর ২০২২, ১৯:৫১

মতলবে তুচ্ছ ঘটনায় আহত ৫

মতলবে তুচ্ছ ঘটনায় আহত ৫
রেদওয়ান আহমেদ জাকির

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বায়েজিদ মেমোরিয়াল হাসপাতালে জামান কাজি ও রাশেদ কাজির নেতৃত্বে সন্ত্রাসী হামলা। গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। এ সময় হাসপাতালের ম্যানেজার মো. আসলাম মেম্বার ও ডা. ওমর ফারুক গুরুতর আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ডা. মো. ওমর ফারুক শাহিন জানান, প্রায় প্রতিদিনই বায়েজিদ মেমোরিয়াল হাসপাতালের বিপরীতে মিজান সরকারের মার্কেটে আমার ভাড়া দোকানের সামনে মোটর সাইকেল রেখে হাসাপাতালে যান। ওই সময়ে জামান কাজির দোকানের কর্মচারী মো. সোমায়েছ আমার মোটর সাইকেলের চাকার হাওয়া ছেড়ে দেয়। এ বিষয়ে জামান কাজিকে জিজ্ঞেস করলে এখানে মোটর সাইকেল রাখা যাবে না বলে আমাকে হুমকি ধমকি দেয় এবং দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই সময়ে আমার মামা বায়েজিদ মেমোরিয়াল হাসপাতালের ম্যানেজার মো. আসলাম মেম্বার চাকার হাওয়া ছেড়ে দেয়ার বিষয়টি জানতে চাইলে জামান কাজি উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে।

পরে জামান কাজি, রাশেদ কাজিসহ ২৫/৩০ জন কিশোর গ্যাং নিয়ে বায়েজিদ মেমোরিয়াল হাসপাতালে আমাদের উপর হামলা চালায়। এ সময় জামান কাজি ও তার সন্ত্রাসী বাহিনীর হামলায় মো. আসলাম মেম্বারসহ ৪/৫জন আহত হয়েছে এবং জামান কাজির লোকজন আমার সাথে থাকা নগদ ৪৭ হাজার টাকা লুট করে নিয়ে যায় ।

এলাকাবাসী জানায়, রাসেদ কাজী নতুন প্রজন্মের একজন গ্যাং লালন পালন করে। কথায় কথায় সে মানুষের উপর হামলা করে। সে পূর্বেও অনেকের সাথে এমন ঝামেলা তৈরি করে মানুষের টাকা এবং মোবাইল লুট করে নিয়ে যায়।

জামান কাজী জানায়, দোকানের কর্মচারীকে অশালীন কথা বার্তা বলায় আমার সাথে তাদের তর্কবির্তক হয়। এলাকার কিছু ব্যক্তি উৎসাহিত হয়ে আসলাম মেম্বারের সাথে হাতাহাতি হয়। এ বিষয়ে আমি কিছুই জানিন না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়