মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২, ১১:০৯

কচুয়ায় অগ্নিকান্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই

মোহাম্মদ মহিউদ্দিন
কচুয়ায় অগ্নিকান্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই

চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে অলিউল্যাহ নামের এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার পালাখাল মোল্লা বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে গৃহে থাকা নগদ ৬০ হাজার টাকা,দেড় ভরি স্বর্ন ও আসবাবপত্রসহ প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলেও জানান ক্ষতিগ্রস্থ অলিউল্যাহ মোল্লা ও তার পরিবারের সদস্যরা। ক্ষতিগ্রস্থ অলিউল্যাহ মোল্লা ও তার স্ত্রী নাছিমা বেগম জানান, বুধবার বিকালে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে ফ্যানে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান চারেিদক ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসী ও ফায়ারসার্ভিস কর্মীদের সহায়তা আগুন নিয়ন্ত্রন আনা হয়। ততক্ষনে প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান কারা। অগ্নিকান্ডের ঘটনায় কৃষক অলিউল্যাহ ও তার পরিবারের সদস্যরা নি:স্ব খোলা আকাশের নিচে বসবাস করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়