শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৩

ফরিদগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে হাফিজা আক্তার জান্নাত নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত হাফিজ আক্তার জান্নাত লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ২ নং নোয়াগাঁও ইউনিয়নের উদীয়পুর গ্রামের আবু তাহেরের ছেলে সৌদি প্রবাসী হোসাইনের একমাত্র কন্যা সন্তান।

নিহত হাফিজ আক্তারের মা ফাতেমা বেগম জানান, পারিবারিক কলহের জেরে তিনি তার একমাত্র মেয়েকে নিয়ে খাজুরিয়া গ্রামের আরিফ পাটোয়ারীর বিল্ডিং এ বাসা ভাড়া থাকে। এক দেড় মাস ধরে তার স্বামীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আমার মোবাইল নাম্বারটি বল্ক করে রেখেছে দুর্ভাগ্য হলো মেয়ের মৃত্যুর সংবাদটি ও তাকে দিতে পারি নাই।

জানা গেছে, সকালে হাফিজা বাসা বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে শিশুটি বাড়ির পাশে থাকা দিঘির পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ফরিদগঞ্জ থানা পুলিশকে খবর দিলে এস আই মান্নান ঘটনাস্থলে আসেন পরে আইনি প্রক্রিয়া শেষে মৃত হাফিজার দাদার কাছে লাশ হস্তান্তর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়