বুধবার, ২০ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১১

প্রধানমন্ত্রীর উপহার : ৩৬ জনকে অনুদানের চেক প্রদান

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর উপহার : ৩৬ জনকে অনুদানের চেক প্রদান

চাঁদপুর জেলায় ৩৬ জন গরিব, দুঃস্থ ও অসহায় ব্যক্তিকে ২ লক্ষ ১৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন, চাঁদপুর ও জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর-এর যৌথ আয়োজনে ২০২১-২২ অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ তহবিল হতে ৩৬ জন ব্যক্তিকে ২ লক্ষ ১৫ হাজার টাকার অনুদানের চেক মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রধান অতিথি হিসেবে ০৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় তাঁর সম্মেলন কক্ষে সুবিধাভোগীদের হাতে উক্ত অনুদানের চেক তুলে দেন। এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের দুস্থ, অসহায় শ্রেণির মানুষের দোরগোড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সেবা পৌঁছে দিচ্ছেন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর উপ পরিচালক রজত শুভ্র সরকার। নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান, জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন) মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।স্বাগত বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়