শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ২১:৪৫

আজ চাঁদপুর স্টেডিয়ামে বন্ধু ব্যাচ ২০০২-২০০৪-এর ক্রিকেট টুর্নামেন্টের ৭ম আসর

চৌধুরী ইয়াসিন ইকরাম
আজ চাঁদপুর স্টেডিয়ামে বন্ধু ব্যাচ ২০০২-২০০৪-এর ক্রিকেট টুর্নামেন্টের ৭ম আসর

বন্ধু ব্যাচ ২০০২-২০০৪-এর আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামে আজ শনিবার (৩ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হবে ক্রিকেট টুর্নামেন্টের ৭ম আসর। সকাল ৭টা থেকে খেলা শুরু হবে। এ টুর্নামেন্ট হবে ফ্রান্সাইজিভিত্তিক। টুনামেন্টে অংশ নিচ্ছে ৪টি দল। দলগুলো হলো : ইনটেন্ট ইন্টিরিয়স চাঁদপুর, ইউনিক চাঁদপুর, ড্রেজলার হিলশা ও রিভার সাইড চাঁদপুর।

দিনব্যাপী এ টুর্নামেন্টের খেলাগুলো হবে সাদা বলে রঙ্গিন ড্রেসে। বিকেলে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি ও বিভিন্ন পুরস্কার তুলে দিবেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির দায়িত্বে রয়েছেন সাফাউদ্দিন আহমেদ (আহ্বায়ক), ইমন সরকার (সদস্য সচিব), সাইফ সোহাগ (প্রধান সমন্বয়ক), সদস্য মোরসালিন খান, আবু নাসির

মনির হোসাইন ও মাহবুব হাসান।

টুর্নামেন্ট উপলক্ষে গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় বড়স্টেশন হিলশা কিচেনে ৪টি দলের মাঝে খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হয়। ইনটেন্ট ইন্টিরিয়স চাঁদপুরের মালিক মামুন তানজীল, টিম ম্যানেজার জামাল সুমন ও সিইও ফয়সাল খান; ইউনিক চাঁদপুরের মালিক এইচএম মনির খান, টিম ম্যানেজার মেহেদী হাসান জনি ও সিইও অ্যাড. আলম খান মঞ্জু; ড্রেজলার হিলশার মালিক অ্যাড. হাসান উল্লাহ, টিম ম্যানেজার জাহিদুল ইসলাম জিকু ও সিইও মোহাম্মদ রাসেল; রিভারসাইড চাঁদপুরের মালিক আসিফ ইকবাল, টিম ম্যানেজার জাকারিয়া মারুফ ও সিইও মাহবুব আলম স্বপন।

টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর খেলোয়াড়রা হলেন--ইনটেন্ট ইন্টিরিয়স চাঁদপুর : সাইফ সোহাগ, সোহাগ খান, পারভেজ ( হাব্বি), নুর মোহাম্মদ বাবু, মনির হোসেন, আমিন, সোহেল রাজু, কাউছার, আরবিন রিয়াদ, জামিল হায়দার, দিদার, মিলন, আলআমিন ও অপু দত্ত। ইউনিক চাঁদপুর : আলআামিন, রুবেল খান, মাহবুব জুয়েল, সাফাউদ্দিন আহমেদ, ফজলে রাব্বি, অজয়, হাবিবুর রহমান, ইয়াসিন, মমিন, রুবেল বাবু, ইলিয়াস হোসেন, রিপন পাটওয়ারী ও গাজী আলআমিন। রিভার সাইড : রকিবুল হাসান, আবু নাসের, সোহাগ ভূঁইয়া, পাভেল, নাহিয়ান, মোরশেদ শাওন, সাখাওয়াত আখন্দ, প্রশান্ত, সাদ্দাম, হুমায়ন, মিজানুর রহমান শান্ত, সুমন ও তুহিন আলম। ড্রেজলার হিলশা : এএইচ সবুজ, ইমন, মুরাদ, সুবল দাস, মির্জা ইউসুফ, কামাল, সাব্বির আজম, জয় সাহা, সাখাওয়াত বর্ন, ফয়জুল আলম, অ্যাড. বদরুল, ইবু খান ও হাবিব মিজি।

টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ফ্রেইট্যাগ, পাওয়ার্ড বাই স্কাই গো ট্রাভেল এন্ড ট্যুরস। অন্যান্য স্পন্সর হিসেবে আছে ব্লু সার্ক ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, ইনডোর আর্টস, কাকলী মেকওভার এন্ড স্যালুন চাঁদপুর, প্রীতি এন্টারপ্রাইজ, তাহা এন্টারপ্রাইজ, মমিন এন্টারপ্রাইজ। ব্রডকাস্টিং পার্টনার স্পোর্টস ভার্স, ফুড পার্টনার হিলশা কিচেন ও কাচ্চি লাভারস। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার সন্ধ্যায় হিলশা কিচেনে জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্ট নিয়ে এই প্রতিবেদকের সাথে দলের কর্মকর্তা ও খেলোয়াড়রা বলেন, আমাদের বন্ধুদের নিয়ে গত ছয় বছর ধরে নিয়মিত ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। এই দিনটিতে আমরা আমাদের পরিবার-পরিজন নিয়ে সারাদিন ফ্যামিলি ডে ও খেলাধুলায় ব্যস্ত থাকি। আমাদের সকল বন্ধুই বিভিন্ন দলে অংশ নিয়ে খেলবেন। আশা করি খেলাধুলা চমৎকারভাবে অনুষ্ঠিত হবে এবং সকলের সহযোগিতা পাবো। আমাদের খেলাধুলায় আমাদের বন্ধুরাই বিভিন্নভাবে স্পন্সর করছেন বিভিন্ন দলের হয়ে। খেলাশেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ চাঁদপুরের ক্রীড়া সংগঠকরা উপস্থিত থাকবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়