শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ২১:৫০

ফরিদগঞ্জে জাতীয় পার্টির প্রার্থীর মতবিনিময় সভা

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে জাতীয় পার্টির প্রার্থীর মতবিনিময় সভা

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মাহমুদ আলম দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বিকেলে দলের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গণতন্ত্রকে পূর্ণরূপ দিতে জাতীয় পার্টির বিকল্প নেই। জুলাই আন্দোলনেও জাতীয় পার্টি ছাত্রদের সমর্থন দিয়েছিলো। কিন্তু সেই জুলাই স্পিরিট এখন আর নেই। যে যার মতো করে তা ভাগাভাগি নেওয়ার কাজে সবাই ব্যস্ত। জাতীয় পার্টি মনে করে, একটি গ্রহণযোগ্য সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনের মাধ্যমে দেশের পরিবেশ স্থিতিশীল হবে। নতুন যে সরকার আসবে তারাই দেশকে ভালোভাবে পরিচালিত করতে সক্ষম হবে। এ ক্ষেত্রে জাতীয় পার্টি তাদের সহযোগিতা করবে। কিন্তু জাতীয় পার্টিকে বাদ দিয়ে এখনো কেউ কেউ নির্বাচন করার অপচেষ্টা করছে। দেশে যদি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয় তাহলে জনগণ তাদের ভোট প্রদানের মাধ্যমে জাতীয় পার্টিকে অবশ্যই একটি ভালো জায়গায় নিয়ে যাবে। আমার নির্বাচনী এলাকা ফরিদগঞ্জে আমরা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছি। আশা করি জনগণ জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল মার্কায় ভোট দিয়ে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেবেন।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, পৌর জাতীয় পার্টির সভাপতি হেলাল পাটোয়ারী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়