শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ২৩:৫২

গণসংযোগকালে কাস্তে মার্কার প্রার্থী জাহাঙ্গীর হোসেন

বামপন্থীদের শাসন কায়েম না হলে দেশের মানুষের শান্তি আসবে না

বামপন্থীদের শাসন কায়েম না হলে দেশের মানুষের শান্তি আসবে না
অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি, যুবনেতা, লেখক ও শিক্ষক নেতা কমরেড মো. জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার সমর্থনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) চাঁদপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের একাংশ, বড়স্টেশন ও যমুনা রোডে গণসংযোগ করা হয়।

গণসংযোগে অংশ নেন জেলা সিপিবির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, নাট্যাভিনেতা ও আবৃত্তিশিল্পী অভিজিৎ আচার্যী, কমল চন্দ্র দাস, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, যুব ইউনিয়নের কর্মী মো. শাহিন ও মো. জাকির হোসেন।

এ সময় কাস্তে মার্কার প্রার্থী কমরেড মো. জাহাঙ্গীর হোসেন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রার জন্যে কাস্তে মার্কায় ভোট দেয়া অত্যাবশ্যক হয়ে পড়ছে। বামপন্থীদের শাসন কায়েম না হলে দেশের মানুষের শান্তি আসবে না। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তিতে কমিউনিস্ট শাসন অনিবার্য।

সূত্র : প্রার্থীর ই-মেইল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়