শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ২১:৩৩

দিনব্যাপী জমিয়তের গণসংযোগ

সংবাদদাতা।।
দিনব্যাপী জমিয়তের গণসংযোগ

ধানের শীষের প্রার্থী মানিকের পক্ষে

বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিএনপি ও জমিয়ত মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে দিনব্যাপী গণসংযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সকাল ৭টায় শাহ মাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজার থেকে গণসংযোগ কর্মসূচি শুরু হয়। পরে বাবুরহাট, শিলন্দিয়া, ওয়ারলেস বাজার, বাগাদী চৌরাস্তা, সাহেব বাজার, মমিনপুর ও ইচলী এলাকায় পর্যায়ক্রমে প্রথম ধাপে গণসংযোগ করা হয়।

দ্বিতীয় ধাপে দুপুর ২টায় মাছঘাট, কয়লাঘাট, পাঁচ নম্বর ঘাট, চৌধুরী ঘাট, স্ট্র্যান্ড রোড, ১০ নম্বর ঘাট, পাল বাজার ব্রিজ ও বকুলতলা এলাকায় গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়।

গণসংযোগে নেতৃত্ব দেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম চাঁদপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম। দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন সাইখুল হাদিস আল্লামা মুফতি মাকসুদুর রহমান (নারায়ণগঞ্জ আমলাপাড়া মাদ্রাসা)।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক বাদশা, যুব জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি সাব্বির আহমেদ, হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, মুফতি কাউসার, মুফতি ইউনুস, মুফতি মাসুদ, মুফতি কামাল, মাওলানা মোশাররফ হুসাইন, মাওলানা খাবির, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা ইমাম হুসাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগকালে জেলা জমিয়তের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম বলেন, “দেশের আলেম-উলামা ও ধর্মপ্রাণ জনগণের প্রত্যাশা পূরণে ধানের শীষের বিকল্প নেই। শেখ ফরিদ আহমেদ মানিক একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। ইসলাম, দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট দিতে হবে।”

তিনি আরও বলেন, “এই নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই সকলকে বিভেদ ভুলে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধের পক্ষে অবস্থান নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

গণসংযোগে অংশ নেওয়া নেতৃবৃন্দ সাধারণ মানুষের মাঝে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়