প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ২১:৩০
হানারচর-লক্ষ্মীপুরে দিনব্যাপী হাত পাখার ব্যাপক গণসংযোগ ও পথসভা
ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে মানুষ দুর্নীতির অভিশাপ থেকে মুক্তি পাবে
---------শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মোহাম্মাদ জয়নাল আবেদীন দিনব্যাপী ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬ ) তিনি সকাল থেকে ১২ নং হানারচর ইউনিয়নের ফেরিঘাট, হরিনা বাজার, বিকেলে ১০ নং মডেল লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া বাজার ও লক্ষ্মীপুর বাজারে দিনব্যাপী হাতপাখা মার্কার ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।
পথসভায় শেখ মোহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, গত ৫৪ বছরে দুর্নীতির কারণে দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। যারাই ক্ষমতায় গিয়েছে, উন্নয়নের নামে নিজেদের পকেট ভারী করেছে। প্রচলিত আইন এবং ক্ষমতার লোভের কারণেই দেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। এ অঞ্চলের মানুষ আর পুরানো বন্দোবস্তে দেশ পরিচালনা চায় না। মানুষের বিশ্বাস, ইসলামী আন্দোলনকে ক্ষমতায় নিতে পারলে মানুষ দুর্নীতির অভিশাপ থেকে মুক্তি পাবে ।
তিনি আরো বলেন, হানারচর ও লক্ষ্মীপুর ইউনিয়নে হাতপাখার গণজোয়ার বইছে। বেশিরভাগ ভোটার বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের প্রথম পছন্দ হাতপাখা। আগামী নির্বাচনে আমি শতভাগ বিজয়ের আশাবাদী।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, ইসলামী আন্দোলনের চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারী মজিবুর রহমান, সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান শেখ, হানারচর ইউনিয়ন ইসলামী আন্দোলন সভাপতি সফিকুল ইসলাম, লক্ষ্মীপুর ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা মনিরুজ্জামান।
এছাড়াও ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির দায়িত্বশীলবৃন্দ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।








