বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ২০:৫০

চাঁদপুর-৫ আসনে বিএনপি-ইসলামী আন্দোলনের দু প্রার্থীকে শো কজ

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
চাঁদপুর-৫ আসনে বিএনপি-ইসলামী আন্দোলনের দু প্রার্থীকে শো কজ

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মমিনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান (সিভিল জজ) নুরুল্লাহ সিদ্দিকী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বিকেলে চাঁদপুর-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মমিনুল হক নির্বাচনী এলাকায় তার ছবি, ধানের শীষ প্রতীক সম্বলিত ‘জনাব ইঞ্জি. মমিনুল হক ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ লিখা যুক্ত রঙ্গিন প্লাস্টিকের ফেস্টুন গাছে সাঁটিয়েছেন। যা গত ২৭ জানুয়ারি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনকালে পুলিশ, সেনা সদস্যদের উপস্থিতিতে কমিটির দৃষ্টিগোচর হয়। এ ছাড়াও নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে এ রকম কয়েকটি রঙ্গিন ফেস্টুন দেখা গেছে। যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।

একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারী নির্বাচনী এলাকায় তার ছবি, হাতপাখা প্রতীক সম্বলিত ‘আলহাজ্ব মোহাম্মদ আলী পাটোয়ারীকে হাতপাখা মার্কায় ভোট দিন’ লিখা যুক্ত রঙ্গিন পোস্টার দেয়ালে ব্যবহার করেছেন। যা গত ২৭ জানুয়ারি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনকালে পুলিশ, সেনা সদস্যদের উপস্থিতিতে কমিটির দৃষ্টিগোচর হয়। এছাড়াও নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে এ রকম কয়েকটি রঙ্গিন পোস্টার দেখা গেছে, যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।

এমন পরিস্থিতিতে উভয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে এ অপরাধ বিচারের জন্যে আমলে নেওয়া হবে না অথবা আইনানুগ ব্যবস্থাগ্রহণের নিমিত্তে পূর্ণাঙ্গ অনুসন্ধানঅন্তে লিখিত সুপারিশসহ বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে না, তদমর্মে কমিটির অস্থায়ী কার্যালয় তথা হাজীগঞ্জ সিভিল জজ আদালত, চাঁদপুর (জেলা জজ আদালত ভবন, চাঁদপুর)-এ আগামী ২ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টায় নিজে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্যে নির্দেশ প্রদান করা হলো। ব্যর্থতায় তাদের বক্তব্য ব্যতিরেকে উপযুক্ত আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্যে বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে।

উভয় কারণ দর্শানোর নোটিস অতিসত্বর জারি করে জারির প্রতিবেদন অত্র কার্যালয়ে প্রেরণ করার জন্যে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে নির্দেশ প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়