প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ২৩:১৬
উন্নয়নযাত্রায় অংশীদার হতে হলে আমাদের ধানের শীষকে বিজয়ী করতে হবে
..........সৈয়দ মেহেদী হাসান চৌধুরী

ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী রূপসা জমিদার পরিবারের সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান চৌধুরী বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন আমাদের জাতীয় জীবনের জন্যে অনেক গুরুত্বপূর্ণ। বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আমরা কেউই ভোট দিতে পারিনি। নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে না পারার কারণে দেশে ফ্যাসিজমের সৃষ্টি হয়েছিল। আজ আমরা এর থেকে মুক্ত, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে বাংলাদেশ নুতন পথে যাত্রা শুরু করবে। নতুন এ যাত্রাপথে যোগ্য নেতৃত্বের হাতেই দেশ পরিচালিত হতে হবে। এজন্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি অন্যতম দাবিদার। আমি বিশ্বাস করি, এই নির্বাচনে বিজয়ের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে এবং তারুণ্যের অহংকার তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। দেশের উন্নয়ন যাত্রায় নব দিগন্ত উন্মোচন হবে। এই উন্নয়নযাত্রায় অংশীদার হতে হলে আমাদের ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষ কারো ব্যক্তিগত প্রতীক নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র প্রতীক ধানের শীষ। এর বাহক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরবর্তীতে বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান। আমাদের ফরিদগঞ্জ আসনে তারেক রহমানের ধানের শীষের বাহক হলেন লায়ন মো. হারুনুর রশিদ। অর্থাৎ ফরিদগঞ্জ বিএনপির কান্ডারী লায়ন মো.হারুনুর রশিদ। তাঁর বিজয় মানে ধানের শীষের বিজয়। ধানের শীষের বিজয় মানেই তারেক রহমানের বিজয়। তাই কে কী বললো সেদিকে তাকানোর সময় নেই, বিএনপি'র প্রতীক একটাই তা হলো ধানের শীষ।
ধানের শীষের সমর্থনে বুধবার ( ২৮ জানুয়ারি ২০২৬ রাতে) ফরিদগঞ্জ উপজেলা রূপসা উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন।
এ সময় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল আলম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, বিএনপি নেতা আমির হোসেন নফর মুন্সি, জেলা যুবদলের সদস্য ফারুক খান, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম খান প্রমুখ।








