প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ২৩:০৫
৭১, ৯০ ও ২৪ একই সূত্রে গাঁথা
..... চাঁদপুর-৫ আসনে ১১ জোটের প্রার্থী ড. নেয়ামুল বশির

৭১, ৯০ ও ২৪ একই সূত্রে গাঁথা। আমরা এ ঐক্যকে বজায় রাখবো। এ ধারাকে ধরে রাখতে হলে ১১ জোটের ছাতা প্রতীককে বিজয়ী করতে হবে। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দিনভর হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নে বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগকালে শ্রীপুর মজুমদার বাড়ির সামনে আয়োজিত পথসভাতে এসব কথা বলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনে ১১ দলীয় জোটের ছাতা প্রতীকের প্রার্থী ড. নেয়ামুল বশির।
বাকিলা
ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু তাহেরের সভাপ্রধানে ড. নেয়ামুল বশির আরো বলেন, যে নির্বাচন হচ্ছে সেটা আরো আগে হতে পারতো, কিছু দল জনগণের সাথে প্রতারণা করেছে বিধায় এতো সময় লেগেছে। আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। আমাদের পার্শ্ববর্তী একটি দেশ কোনো সময় চায় না আমরা ভালো থাকি। তিনি বলেন, ২৪-এ যে আন্দোলন হয়েছে তার ফসল ঘরে তুলতে হলে মান-অভিমান ভুলে জনগণের কাছে ঘরে ঘরে যেতে হবে, ছাতার পক্ষে ভোট চাইতে হবে। ১২ ফেব্রুয়ারি কোনো সাধারণ ভোট নয়, দুটি ভোট দিতে হবে। হ্যাঁ ভোট ও ছাতা মার্কাতে ভোটের মাধ্যমে জুলাই সনদকে মূল্যায়িত করতে হবে। তিনি আরো বলেন, জিডিপি বলে বলে সব চোর এক হয়ে দেশটাকে মিথ্যার কাতারে রেখেছিলো। যে কারণে বিদেশ থেকে বহু সুবিধা বন্ধ হয়ে গেছে।
ড. নেয়ামুল বশির বলেন, গায়ের জোরে সব চলে, ভোট চলে না, বিজয়ী হওয়া যায় না। একটি দল এখনই ভাগ-বাঁটোয়ারার চিন্তাতে মশগুল রয়েছে। আগের সরকার দুশো টাকার কাজে দেড়শো টাকা খেতো, ৫০ টাকার কাজ করতো। আমরা এমন করবো না, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে চাই, যারা আল্লাহর ওপর আস্থা এনেছে, তাদেরকে আল্লাহ ফিরান নি। আমরাও আল্লাহর ওপর বিশ্বাস করে কাজ করবো। মানুষকে বোঝাতে হবে, আমরা কী চাই--লুটপাট বন্ধ হবে, ন্যায় বিচার করবো, বিদেশী শক্তিকে মানি না, জনগণের জন্যে আমরা কাজ করবো। যে দেশ বিক্রি করে দিতে পারে এমন কাউকে ভোট দেবেন না।
পথসভায় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রধান,
উপজেলা জামায়াতের আমীর বিএম কলিম উল্লাহ, নায়েবে আমির মোজাম্মেল হোসেন মজুমদার পরান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশানের উপদেষ্টা, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী, সেক্রেটারী গোলাম ফারুক ইয়াহিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশন হাজীগঞ্জ উপজেলা সভাপতি মনির হোসাইন, বাকিলা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির ডা. এম এ মান্নান, সেক্রেটারী মাওলানা শাকিক, যুগ্ম সেক্রেটারী মাওলানা আবুল কাশেম ও কেন্দ্র সদস্য সচিব মো. আরাফাত হোসেন মিয়াজী।
ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ শরীফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মীর হোসাইন, স্থানীয় নেতা কিবরিয়া পাটোয়ারী, মনিহার দাখিল মাদরাসার সুপার মাওলানা নাজির আহমেদ, স্বপন মজুমদার, ৫নং ওয়ার্ড জামায়াত সভাপতি হাফেজ আবু তাহের, ইউনিয়ন পেশাজীবী সংগঠনের সভাপতি আবুল ফারাহ, জামায়াত যুব বিভাগের সভাপতি সফিকুল ইমলামসহ কয়েক শতাধিক নেতাকর্মী।








