প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ২২:৪৯
ফরিদগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে বিএনপির গণসংযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের প্রতীক ধানের শীষের সমর্থনে ফরিদগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেলে ২নং ওয়ার্ডের কেরোয়া গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে
গণসংযোগকালে বক্তারা বলেন, বিএনপির মার্কা ধানের শীষ। এর বাইরে কোনো মার্কা নেই। কে কী বললো তার দিকে আপনারা দৃষ্টি দিবেন না। কারণ এলাকার উন্নয়ন ও অগ্রযাত্রার জন্যে বিজয়ের প্রতীক ধানের শীষ। এই প্রতীক শহীদ জিয়ার, বেগম খালেদা জিয়ার ও তারেক রহমানের।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন পৌরসভা ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজির আহমেদ হুমায়ুন পাটওয়ারী, সাবেক পৌর যুবদল নেতা শামসুল আলম রিপন, পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুবদল নেতা কামরুল ইসলাম পাটওয়ারী, বিএনপি নেতা ফারুক আহমেদ, স্বেচ্ছাসেবক দলনেতা শামীম গাজী, যুবদল নেতা আমিন পাটওয়ারী, ফিরোজ আহমেদ, ছাত্রদল নেতা শিমুল পাটওয়ারীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।








