বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ২২:২৯

ফরিদগঞ্জে গৃদকালিন্দিয়ায় গণসংযোগ ও পথসভা

মানুষের অধিকার নিশ্চিত করতে দাঁড়িপাল্লাকে বিজয়ের বিকল্প নেই

-------------- মাও. বিল্লাল হোসাইন মিয়াজী

অনলাইন ডেস্ক
মানুষের অধিকার নিশ্চিত করতে দাঁড়িপাল্লাকে বিজয়ের বিকল্প নেই

ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়ায় পথসভা ও বিভিন্ন এলাকায় গণসংযোগে করেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ১১দলীয় জোটের দাঁড়িপাল্লার এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

২৮ জানুয়ারি ২০২৬ (বুধবার) ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ মাঠে জনসভা ও বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ অনুষ্ঠিত হয়।

মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী তাঁর বক্তব্যে বলেন, শুধু চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নয়, বরং সারাদেশেই দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই, বরং দেশকে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী বৃত্তে ফেরানোর চক্রান্ত চলছে। তাই দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করে সকল শ্রেণির মানুষের অধিকারের নিশ্চয়তা প্রদান করতে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। তিনি উপস্থিত জনসাধারণকে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো. হারুন আর-রশিদ, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আ. মান্নান খাঁন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাঁদপুর জেলা

সহ-সভাপতি অধ্যাপক শাহআলম, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. ইউনুস হেলাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন, চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, ফরিদগঞ্জ ওলামা বিভাগের উপজেলা সভাপতি মাও. আবু তাহের, মাও. ইয়াহিয়া সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় জামায়াত প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে পথসভা ও মিছিল করেন, সাধারণ মানুষের কাছে ভোট প্রত্যাশা করেন।

সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

ক্যাপশন;

ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়ায় বিভিন্ন এলকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ১১দলীয় জোটের দাঁড়িপাল্লার এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়