প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ২২:৪৪
পুরাণবাজারের ব্যবসার ঐতিহ্য বিনষ্ট হয়েছে কর্পোরেট পুঁজির কারণে
গণসংযোগকালে কাস্তে মার্কার প্রার্থী জাহাঙ্গীর হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর-হাইমচর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি যুবনেতা, লেখক ও শিক্ষক নেতা কমরেড মো. জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার সমর্থনে ২৭ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার) চাঁদপুর শহরের লোহারপুল ও পুরাণবাজারের বাণিজ্যিক এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগে প্রার্থীর সাথে অন্যান্যের মধ্যে অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য চন্দ্র শেখর মজুমদার , জেলা কমিউনিস্ট পার্টির সদস্য ডা. শ্যামল চন্দ্র ঘোষ, জেলা যুব ইউনিয়নের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস, কৃষক নেতা শিব শংকর দাস, মো. রফিকুল ইসলাম পাটওয়ারী ও মনির হোসেন।
গণসংযোগকালে এমপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, পুরাণবাজারের ব্যবসার ঐতিহ্য বিনষ্ট হয়েছে কর্পোরেট পুঁজির কারণে। ব্যবসা-বাণিজ্য বিকেন্দ্রীকরণ না হওয়ায় এবং ব্যবসায়ীদের নিরাপত্তার অভাবে ঢাকার বাইরের বাণিজ্য কেন্দ্রগুলো ছোট হয়ে গেছে। কোটি কোটি মানুষ বেকার হয়েছে। তন্মধ্যে চাঁদপুরের লক্ষাধিক মানুষ কর্মহীন হয়েছে। পুরাণবাজারের বিখ্যাত দু'টি পাটকল বহু বছর যাবৎ বন্ধ। এতে করে হাজার হাজার শ্রমিক বেকার। কর্মসংস্থান না থাকলে বাংলাদেশের অর্থনীতির চরিত্রে কৃষি-শিল্প ধ্বংস অগ্রসর হয় না। ফলে উৎপাদন ব্যাহত হয় এবং মুদ্রাস্ফীতি বাড়ে। এতে করে নিম্ন আয়ের মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠে।
তিনি আরও বলেন, এদেশের শ্রমজীবী মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বামপন্থীদের ক্ষমতায় আনতে হবে। তাই কাস্তে মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।








