বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ২২:২২

রূপসা উত্তর ইউনিয়নের ২ ও ৪ নং ওয়ার্ডে কর্মীসভা

বিএনপির প্রতীক ধানের শীষ, তাই এর বাইরে যাওয়ার সুযোগ নেই

......সৈয়দ মেহেদী হাসান চৌধুরী

প্রবীর চক্রবর্তী।।
বিএনপির প্রতীক ধানের শীষ, তাই এর বাইরে যাওয়ার সুযোগ নেই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের সমর্থনে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ২নং ও ৪নং ওয়ার্ডে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) রাতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল আলম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী রূপসা জমিদার পরিবারের সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী

দল-বিএনপি'র প্রতীক হলো ধানের শীষ। বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপিকে এ পর্যায়ে নিয়ে এসেছেন প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এদেশের মানুষের প্রতি তাঁর ভালোবাসার কারণেই বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এদেশের মা-বোনরা বেগম খালেদা জিয়াকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন। তাই যখনই নির্বাচন হয়েছে, যখনই ধানের শীষ প্রতীক এসেছে, তখনই এদেশের মানুষ দুহাত ভরে বিএনপিকে ভোট দিয়েছে। দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল পেরিয়ে আবারও একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ নির্বাচন আমাদের সামনে। যে নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ কেমন চলবে তা নির্ধারিত হবে। তাই আমাদের সকলের দায়িত্ব আবারো বিএনপি তথা ধানের শীষের বিজয় নিশ্চিত করা। বাংলাদেশ জাতীয়তাবাদী

দল-বিএনপি'র বর্তমান কাণ্ডারী তারেক রহমান এবং সদ্য প্রয়াত সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের জন্যে ধানের শীষ প্রতীক দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন লায়ন মো. হারুনুর রশিদকে। তিনি আমাদের ফরিদগঞ্জে ধানের শীষের বাহক। যে যা-ই বলুক, অন্য কেউ নয়। তাই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিপ্রেমী ও জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত সকলকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। ফরিদগঞ্জে ধানের শীষের বিজয় মানে তারেক রহমানের বিজয়, বেগম খালেদা জিয়ার বিজয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিজয়।

এ সময় আরো বক্তব্য রাখেন রুপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, বিএনপি নেতা নফর মুন্সী, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ফারুক খান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়