বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ২১:৩৩

জেলা বিএনপির আহ্বানে মুক্তিযোদ্ধা সমাবেশ ও মতবিনিময় সভা

ধানের শীষের পক্ষে কাজ করবে মুক্তিযোদ্ধারা

---অ্যাড. সলিম উল্লাহ সেলিম

স্টাফ রিপোর্টার।।
ধানের শীষের পক্ষে কাজ করবে মুক্তিযোদ্ধারা

চাঁদপুর জেলা বিএনপির আহ্বানে মুক্তিযোদ্ধা সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে তিনটায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের শহরের বাসভবনে (মুনিরা ভবনে) এ সভাটি সম্পন্ন হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল আলম রবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লাহ সেলিম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকান্দাজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ব্যাংকার মো. মুজিবুর রহমান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আবুল কালাম চিশতী, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাস্টার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. ছানাউল্লাহ খান, বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, মো. শাহজাহান গাজী, আইয়ুব আলী ঢালী, সিরাজ তালুকদার, ব্যাংকার দেলোয়ার প্রমুখ। এ সভায় প্রায় দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

অ্যাড. সলিম উল্লাহ সেলিম বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ। মিলেমিশে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। একাত্তরের মুক্তিযুদ্ধ হলো আমাদের ভিত্তি। আজকের চাঁদপুর জেলায় বীর মুক্তিযোদ্ধারা ধানের শীষের পক্ষে কাজ করার জন্যে ঐক্যবদ্ধ হয়েছে। মনে রাখতে হবে, বিএনপি যদি পরাজিত হয়, বাংলাদেশও পরাজিত হবে। একাত্তরও পরাজিত হবে। মুক্তিযুদ্ধ মিথ্যা হয়ে যাবে। মুক্তিযোদ্ধা সংসদের অফিস হবে রাজাকারের অফিস। যারা মহান আল্লাহকে বিকৃত করে জান্নাতের টিকিট বিক্রি করে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। দিল্লি নয়, পিন্ডি নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের মানুষ। আমরা এ দেশেরই মাটির সন্তান। সুতরাং চাঁদপুর সদর আসনে আমাদের প্রার্থী, ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তাঁকে বিপুল ভোটে বিজয়ী করতে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করতে হবে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার বলেন, মুক্তিযুদ্ধই বাংলাদেশের অস্তিত্ব। কোনো মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে ষড়যন্ত্র বরদাশত করবে না এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস হতে দেবে না। সবাইকে সতর্ক থাকতে হবে। ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

মুক্তিযোদ্ধারা বলেন, একাত্তর এবং ২৪ এক নয়। মুক্তিযুদ্ধের নায়ক ছিলেন জিয়াউর রহমান। তাঁর ছেলে তারেক রহমান নির্বাচন করছেন। আমরা মুক্তিযোদ্ধারা এবার নির্বাচনে ধানের শীষের পক্ষে থাকবো। শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করতে কাজ করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়