প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৪:৪০
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)
ধানের শীষের বিজয় মানে ফরিদগঞ্জের জনগণের ভাগ্যোন্নয়নে একধাপ এগিয়ে যাওয়া
.............. লায়ন মো. হারুনুর রশিদ

ফরিদগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যাদের ওপর এদেশের মানুষ ভরসা ও বিশ্বাস করে। তারা জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে না, জনগণের অধিকার রক্ষায় সর্বদা কাজ করে। গত ১৭ বছরে শুধু কিছু লোকের উন্নয়ন হয়েছে। কিন্তু গ্রামে গেলে সড়কের দুরবস্থা ও মানুষের অভাবের কথা অনুযোগের কথা শুনি। তাই এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে বিএনপিকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে। যা একমাত্র ধানের শীষের বিজয়ের মাধ্যমেই সম্ভব। মনে রাখবেন ধানের শীষের বিজয় মানে ফরিদগঞ্জসহ সারাদেশের মানুষের ভাগ্যোন্নয়নে একধাপ এগিয়ে যাওয়া। তাই অন্য কারো প্ররোচনায় পড়া যাবে না, বিএনপি দল একটি তাদের মার্কাও একটি, তা হলো ধানের শীষ।
|আরো খবর
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) গুপ্টি পশ্চিম ইউনিয়নে বিভিন্ন এলাকায় গণসংযোগকালে জনগণের সাথে কথা বলার সময় তিনি এ কথাগুলো বলেন। এ সময় তার সাথে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








