মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ২৩:১০

ফরিদগঞ্জে নির্বাচনী আচরণবিধি লংঘন করে কম্বল বিতরণ, ১০ হাজার টাকা জরিমানা

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে নির্বাচনী আচরণবিধি লংঘন করে কম্বল বিতরণ, ১০ হাজার টাকা জরিমানা

ফরিদগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণের অভিযোগে মমিন গাইন নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ জনুয়ারি ২০২৬) রাতে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় মমিন গাজী, রফিকুল ইসলাম জিহাদি, জহির গাইন, আবুল হোসেনসহ লোকজন জানান, সাহাপুর গ্রামের গাইন বাড়ির মমিন হোসেন গাইন নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের সমর্থক। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যার পর থেকে সে ও আরো একজন কম্বল নিয়ে সাহাপুর গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছিলেন। কম্বল দেবার মাঝে তারা ভোট প্রার্থনা করছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে তারা মমিন হোসেনকে

সাহাপুরের তালীমুল কোরআন মাদ্রাসার সামনে কিছু কম্বলসহ হাতনাতে আটক করেন।

এ সময় স্থানীয়রা সহকারী রিটার্নিং অফিসার ও থানা পুলিশকে সংবাদ দেন। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসে। পরে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত মমিনুল ইসলাম গাইনকে নির্বাচন আচরণবিধি লংঘন করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করে । একই সাথে কম্বলগুলো জব্দ করে নিয়ে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়