প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ২২:২২
কেউ কার্ড দেবে, কেউ বেহেস্ত দেবে, আমরা প্রতিশ্রুতি দেই না
...........স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানীয়া

একটি দল ফ্যামিলি কার্ড দেবে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু কার টাকায় কার্ড দেবে সেটা পরিষ্কার করছে না। আরেকটি দল বেহেস্তের টিকেট দেবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে। আমবা যা দিতে পারবো তা-ই করবো, কিন্তু প্রতিশ্রুতি দেবো না।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ- শাহরাস্তি ) আসনের স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের জাকির হোসেন প্রধানীয়া সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারস্থ একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর প্রচারণা শুরু উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপ্রধানে সংবাদ সম্মেলনে জাকির হোসেন প্রধানীয়া বলেন, এ দেশে দুর্নীতি বন্ধ করা যাবে না। বেতন দিয়ে সরকারি কর্মচারীরা পারিবারিক ব্যয় ও সন্তানদের পড়ালেখার খরচ চালাতে হিমশিম খেতে হয়। তাই আগে যুগোপযোগী বেতন কাঠামো নির্ধারণ করতে হবে।
নির্বাচনে অংশগ্রহণের কারণ উল্লেখ করে তিনি বলেন, সব দল কর্মসংস্থান ও উন্নয়নের কথা বলে। কিন্তু স্বাধীনতার অর্ধশত বছরেও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়নি। অথচ তাদের ঘোষিত কর্মসংস্থানের খবর থাকে না, আবার কাঙ্ক্ষিত উন্নয়নও হয় না। আমি মনে করি, আগে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সাতটি বিষয় নিয়ে কাজ করতে চাই। এতে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, আবার দেশ ও জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে। আর তা হলো, উপজেলা পর্যায়ে সংসদ সদস্যদের কার্যালয় স্থাপন, সততা, স্বাস্থ্য, শিক্ষা, কর্ম, নারীর ক্ষমতায়ন, কৃষক ও শ্রমিকের উন্নয়ন।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন সাংবাদিক মনজুর আলম পাটওয়ারী ও গীতা থেকে পাঠ করেন সুজন দাস। এরপর বক্তব্য রাখেন শাহরাস্তির মো. নুরুজ্জামান প্রিন্স ও হাজীগঞ্জের আওলাদ হোসেন প্রধানীয়া। এতে প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।








