প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১৯:৫৯
নারায়ণপুরে বিএনপিতে যোগদান করলেন চার শতাধিক সনাতন ধর্মাবলম্বী

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার সারপাড় ও চারটভাঙ্গা গ্রামের চার শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বিকেলে নারায়ণপুর ডিগ্রি কলেজ রোড সংলগ্ন মাঠে ধানের শীষের নির্বাচনী পথসভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিএনপিতে যোগদান করেন।
|আরো খবর
উপজেলার চারটভাঙ্গা গ্রামের রতন প্রধানীয়া, শ্যামা দাস ও সারপাড় গ্রামের নগেন্দ্র চন্দ্র দাস, কাশি দাস, হরি দাস এবং রনজিত দাসের নেতৃত্বে পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী সেই অনুষ্ঠানে গিয়ে বিএনপিতে যোগদান করেন। অনুষ্ঠানে সদ্য বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়া তাদের ফুল দিয়ে স্বাগত জানান।
সদ্য বিএনপিতে যোগদানকৃত নগেন্দ্র চন্দ্র দাস বলেন, আমরা পাঁচ শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ আনোয়ার হোসেন ভাইয়ের হাত ধরে বিএনপিতে যোগ দিলাম। আমরা ওয়াদা করছি, শতভাগ ভোট ধানের শীষে দেবো এবং প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো।
অনুষ্ঠানের প্রধান অতিথি মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া বলেন, আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীর প্রতি আমি কৃতজ্ঞ। আমরা চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. জালাল উদ্দিনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবো।
তিনি আরও বলেন, আমি ছাত্রদল করেছি, যুবদল করেছি, এখন বিএনপি করছি। আমার রক্তে বিএনপি। আমরা সবাই শান্তি চাই। আমরা এক সাথে তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। বিএনপি কোনো একক গোষ্ঠীর দল নয়, বিএনপি সব ধর্মের ও সব মানুষের ভালোবাসার দল। আপনারা বিএনপিকে ভোট দিয়ে জয়লাভ করালে দেশের মানুষ শান্তিতে থাকবে। দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের ভাই।তিনি আরো বলেন, আমরা সবাই এ দেশের নাগরিক। বিএনপি প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবার অধিকার রক্ষার জন্যে সমান গুরুত্ব দিয়েছেন। একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবো। আপনাদের নিরাপত্তার দায়িত্ব দলের পক্ষ থেকে আমরা নিচ্ছি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সাম্যের, গণতান্ত্রিক, শান্তির বাংলাদেশ গড়তে চাই। মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সোহেল রানা প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা জাকির, নারায়ণপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী প্রমুখ।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। এ সময় স্লোগানে মুখরিত হয়ে উঠে 'হিন্দু-মুসলিম ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।'








