প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১৮:৪৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
১৭ বছর পর মুক্ত এবং উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা করছে

এ এক অন্যরকম পরিবেশ। নতুন ভোটারদের কাছে এ পরিবেশ সম্পন্ন অপরিচিত। বিগত ১৭ বছর এমন পরিবেশ পায়নি নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থীরা। প্রায় ১৭ বছর পর দেশে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে এই ভোট যাত্রা শুরু হয়েছে ২২ জানুয়ারি থেকে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একতরফা নির্বাচনের আড়ষ্টতা কাটিয়ে প্রকাশ্যে ফিরছে ভোটের উৎসব।
|আরো খবর
ইসির প্রাপ্ত তথ্যমতে, এবারের নির্বাচনে ২৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৯৭২ জন প্রার্থী। অর্থাৎ প্রতিটি আসনে গড়ে প্রায় ৭ জন লড়াই করছেন।
ভোটারটের মধ্যে বিশাল একটি অংশ হলো তরুণ। যারা বিগত ১৭ বছর ভোট দিতে পারেনি। তাদের মধ্যে প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে। অধীর আগ্রহ নিয়ে বসে আছেন তারা, যারা বিগত দিনগুলোতে তাদের পছন্দের মার্কায় ভোট দিতে পারেননি। নির্বাচনী আচরণবিধি পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি মানুষের ভোট উৎসবের।
ফরিদগঞ্জ উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে ঘুরে বিভিন্ন অফিসে, বাজারে, চায়ের দোকানে মানুষের সাথে কথা বলে, তাদের বিপুল আগ্রহের কথা জানা যায়। সাধারণ মানুষের প্রত্যাশা, দীর্ঘ অপেক্ষার পর এবারের ভোট হবে অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর। প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সবার জন্যে সমান নির্বাচনের মাঠ তৈরি করবে।







