রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৯:০৯

রাজরাজেশ্বরে দাঁড়িপাল্লার গণসংযোগে অ্যাড. শাহজাহান মিয়া

আমি নির্বাচিত হলে চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো

অনলাইন ডেস্ক
আমি নির্বাচিত হলে চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো

চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কার ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেছেন ১০ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল ৮টা থেকে রাজরাজেশ্বর ইউনিয়নের গোয়ালনগর পাটওয়ারী বাজার থেকে শুরু করে আচ্ছকা বাজার, মোল্লা বাজার, দেওয়ান বাজার হয়ে কুমার বাহাদুরসহ বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ স্থানে এ গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়।

এ সময় সংসদ সদস্য প্রার্থী সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দীর্ঘদিনের সমস্যা ও বঞ্চনার কথা মনোযোগ দিয়ে শোনেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, আপনাদের সঙ্গে দীর্ঘদিন ধরে যে বৈষম্য হয়েছে, ইনশাআল্লাহ তা দূর করাই হবে আমার প্রধান দায়িত্ব। চরাঞ্চলের মানুষের কষ্ট, নদীভাঙ্গন, যোগাযোগ, শিক্ষা ও চিকিৎসার সংকট আমি খুব কাছ থেকে জানি।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে আমি কোনো আপস করবো না।

ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলো। এবার জনগণের ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্যে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।

অন্য বক্তারা বলেন, রাজরাজেশ্বর ইউনিয়নসহ চরাঞ্চলের টেকসই উন্নয়নের জন্যে ন্যায়ভিত্তিক, জনবান্ধব ও সৎ নেতৃত্ব অপরিহার্য। তারা বলেন, দাঁড়িপাল্লা মার্কা ন্যায়বিচার, সুশাসন ও মানবিক রাজনীতির প্রতীক।

পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর শহর আমীর অ্যাডভোকেট শাহজাহান খান, সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুস শুকুর মোস্তান, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আমিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব তামিম খান, খেলাফত মজলিস শহর শাখার সভাপতি মাওলানা সুলতান আহমেদ, রাজরাজেশ্বর ইউনিয়ন জামায়াত সভাপতি মোহাম্মদ আলী ও অর্থ সম্পাদক আব্দুল করিম প্রধানিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগ কর্মসূচিতে বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এবং দাঁড়িপাল্লা মার্কার প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন।

সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়