প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৯:০৬
ফরিদগঞ্জের পাইকপাড়া উত্তরে গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান
জনগণ নির্বাচনে ভোটের মাধ্যমে আমার প্রতি তাদের ভালোবাসার জবাব দেবে
আমার লড়াই দলের বিরুদ্ধে নয়, ব্যক্তির বিরুদ্ধে

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক ১নং সদস্য এমএ হান্নান তাঁর প্রতীক চিংড়ির সমর্থনে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী, চৌরঙ্গী, কাশারা, কামালপুরসহ বিভিন্ন স্থানে পথসভা করেন এবং গণসংযোগে অংশ নেন।
পথসভাগুলোতে তিনি বলেন, ছাত্রদল থেকে আমি রাজনীতি শুরু করেছি। পরবর্তীতে প্রয়াত সাবেক এমপি আলমগীর হায়দার খানের হাত ধরে ফরিদগঞ্জের রাজনীতিতে এসেছি। তিনি আমাকে তাঁর পরবর্তীতে দলের জন্যে কাজ করতে বলেছেন। সেই থেকে আমি দলের সুসময়ে ও দুঃসময়ে পাশে ছিলাম। ২০০৮ ও ২০১৮ সালে দল আমাকে মূল্যায়ন করলেও কোন্ কারণে আমি নির্বাচন করতে পারিনি তা আপনারা সকলে জানেন। ২০২৬ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার সকল যোগ্যতা থাকা সত্ত্বেও দল আমাকে বঞ্চিত করেছে। কিন্তু আমার নেতাকর্মী ও লাখো সাধারণ মানুষ তা মেনে নেয় নি। তাদের কারণে আমাকে নির্বাচন করতে হচ্ছে। আমার এই লড়াই দলের বিরুদ্ধে নয়, ব্যক্তির বিরুদ্ধে। বিএনপি আমাকে বহিষ্কার করলেও আমি মনেপ্রাণে বিএনপি করি। জনগণ নির্বাচনে ভোটের মাধ্যমে আমার প্রতি তাদের ভালোবাসার জবাব দিবে। তখনই প্রমাণ হবে সঠিক বেঠিক।
এ সময় জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক আপু ভুইয়া প্রমুখ বক্তব্য দেন।








