প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৪:৩৬
মতলবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এর প্রশিক্ষণ কর্মশালায় রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার
ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে

চাঁদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গণতান্ত্রিক প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা ও নিষ্ঠার ওপরই নির্বাচনের সার্থকতা নির্ভর করে। সকলকে নিরপেক্ষ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
|আরো খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন।শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় মতলব সরকারি কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
২ দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার। উপজেলা নির্বাচন অফিস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কে.এম ইশমাম।
কর্মশালায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক ও উপজেলা নির্বাচন অফিসার চয়ন চন্দ্র সরকার। এ সময় উপস্থিত ছিলেন মতলব সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন ইবতেশাম। প্রশিক্ষণে চাঁদপুর-২ আসনে মতলব দক্ষিণ উপজেলার ৫৭ টি কেন্দ্রের জন্যে নিয়োগকৃত ৬০জন প্রিজাইডিং অফিসার, ৪শ' ২জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮শ' ৪জন পোলিং অফিসার এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।







