বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ২০:২৬

আপিলে মনোনয়ন ফিরে পেয়েছেন গণফোরামের প্রার্থী অ্যাড. সেলিম আকবর

স্টাফ রিপোর্টার
আপিলে মনোনয়ন ফিরে পেয়েছেন গণফোরামের প্রার্থী অ্যাড. সেলিম আকবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে গণফোরামের উদীয়মান সূর্য মার্কার প্রার্থী অ্যাড. সেলিম আকবর মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলে তিনি মনোনয়ন ফিরে পান।

মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় হলফনামায় স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তাঁর মনোনয়ন রিটার্নিং কর্মকর্তা বাতিল ঘোষণা করেন। তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তাঁর আপিল আবেদন পর্যালোচনা শেষে কমিশন আপিল মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে তিনটার দিকে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে অ্যাড. সেলিম আকবরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর মুঠোফোনে এক প্রতিক্রিয়ায় গণফোরামের প্রার্থী অ্যাড. সেলিম আকবর বলেন, মহান আল্লাহতা'লার কাছে শোকরিয়া আদায় করছি। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়