মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ২১:১৬

ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের দোয়ানুষ্ঠান

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের দোয়ানুষ্ঠান

তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ শোক প্রস্তাব এনেছে ও দোয়ানুষ্ঠান করেছে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রধান সমন্বয়ক, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জেলা মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু পাটওয়ারীর সভাপতিত্বে শোক প্রস্তাবে মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়টি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই প্রতিষ্ঠিত। তাঁর কারণেই বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সম্মান প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তাঁর মৃত্যুতে শোকাহত। একজন আপসহীন নেত্রী, মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার, স্বাধীনতার মহান ঘোষকের স্ত্রী তথা আমাদের সবচে' কাছের স্বজনকে হারালাম।

শোক সভায় বীরমুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী বলেন, রাজনীতির বাইরে প্রয়াত প্রধানমন্ত্রী আমাদের মুক্তিযোদ্ধা পরিবারের একান্ত আপনজন ছিলেন। তিনি একাধারে স্বাধীনতার ঘোষক, মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং এ দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। আবার দেশের রাজনীতি যখন অন্ধকারাচ্ছন্ন ছিলো, তখনই তিনি সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন। আজ মুক্তিযোদ্ধারা যতোটুকু সম্মান পাচ্ছেন, তার একমাত্র কারণ তিনি প্রধানমন্ত্রী থাকার সময়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সৃষ্টি করেছেন। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। তিনি যেন জান্নাতবাসী হন সেই কামনা করছি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুসংবাদ পাওয়ার পর আমি সকল ইউনিয়ন পর্যায়ের মুক্তিযোদ্ধা কমান্ডারকে ফোন করে জানালে তারা ছুটে আসেন। তাদের আহ্বানে আমরা শোক প্রস্তাব গ্রহণ ও দোয়ানুষ্ঠান করেছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়