সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ২২:২৮

আমেরিকা প্রবাসী মতলব সমিতির কমিটি গঠন

সভাপতি সোহেল সম্পাদক জুয়েল

মাহবুব আলম লাভলু।।
আমেরিকা প্রবাসী মতলব সমিতির কমিটি গঠন

আমেরিকায় বসবাসরত বৃহত্তর মতলববাসীর প্রাণের সংগঠন প্রবাসী মতলব সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে সমিতির বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক নাজির উদ্দিন পাটওয়ারী সোহেলকে সভাপতি এবং মিয়া ফয়েজ আহমেদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে প্রবাসী মতলব সমিতির পরবর্তী ২ বছরের জন্যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

১৪ ডিসেম্বর সংগঠনের বর্তমান সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে এক সাধারণ সভায় মতলব সমিতির গত দু বছরের সকল হিসাব ও কার্যক্রম তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন আলোচনা শেষে একজন প্রধান নির্বাচন কমিশনারসহ তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রস্তাব এবং সমর্থনের মাধ্যমে সিলেকশন করে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করে। নির্বাচন কমিশনের প্রধান ছিলেন তৌহিদুল ইসলাম মানিক, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন লুৎফর রহমান সোহেল এবং জিল্লুর দেওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সদস্যগণ, উপদেষ্টা পরিষদের সদস্যগণ, কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও আজীবন সদস্যগণ।

উল্লেখ্য, আমেরিকায় বসবাসরত বৃহত্তর মতলবের সংগঠন আমেরিকা প্রবাসী মতলব সমিতি ইতিপূর্বে মতলব উত্তর-দক্ষিণ ছাড়িয়েও চাঁদপুরের বিভিন্ন উপজেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্রদের পুনর্বাসনের জন্যে নগদ অর্থ প্রদান, দরিদ্রদের চিকিৎসায় আর্থিক সহযোগিতা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, এতিম শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়