প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:২২
চাঁদপুরে কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী চাঁদপুরে পালন করা হয়েছে। এ উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের জে. এম. সেনগুপ্ত রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন।
জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হানিফ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ জিতু, সদর উপজেলা কৃষক দলের সভাপতি মজিদ মৃধা, হাজীগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি হেলাল মাস্টার, পৌর কৃষক দলের সভাপতি আমিন মোল্লা, হাইমচর উপজেলা কৃষক দলের সভাপতি আলী আকবর টেলু, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল খান, মতলব দক্ষিণ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমির খসরু, ফারুক আহমেদ, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, হাইমচর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির লিটন, সফিকুর রহমান পাটোয়ারী, আনোয়ার হোসেন প্রমুখ।
সভাশেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আনোয়ার হোসেন।








