প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৫:২৬
ফরিদগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া

বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী ও রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে ফরিদগঞ্জ পৌর এলাকার ৮নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি- পেশার লেকজন উপস্থিত ছিলেন। কালির বাজার রাস্তার মোড়ের উত্তর কাছিয়াড়া জামে মসজিদে ওই মিলাদ মাহফিলের আয়োজন করেন যুবদল পৌর কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন পাটওয়ারী রনো।
|আরো খবর
মিলাদ অনুষ্ঠানে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন নেতা হিসেবে ত্যাগ স্বীকারের নজির স্থাপন করা তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্যে দোয়া করা হয়। মুসল্লিগণ তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ফরিদগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আজিজ মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন জিয়া, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুল ইসলাম সবুজ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল আলম, মো. কাউসার মিজি, ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক কামাল হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ হাজি, উপজেলা যুবদল নেতা মো. আরিফ পাটোয়ারী, মো. শাখাওয়াত পাটোয়ারী, সবুজ, শরিফ, দুলালসহ আরও অনেকে। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম আবদুর রহমান।