শনিবার, ০৯ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৭:৩৬

ফরিদগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

জনগণ অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে সেই উৎসবের দিনটির জন্যে ---কাজী রফিক

প্রবীর চক্রবর্তী ও এমরান হোসেন লিটন।।
জনগণ অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে সেই উৎসবের দিনটির জন্যে    ---কাজী রফিক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ফরিদগঞ্জে লিফলেট বিতরণ করেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক।

শনিবার (৯ আগস্ট ২০২৫) সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করেন।

এর পূর্বে তাৎক্ষণিক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর এদেশের আপামর মানুষের কাছে ভরসার আশ্রয়স্থল বিএনপি। সেই আশ্রয়স্থলকে নিরাপদ করতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কার কর্মসূচির বহু আগেই ৩১ দফা ঘোষণা করেছেন। যাতে গণমানুষের মৌলিক অধিকার নিশ্চিতসহ ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন রয়েছে। তাই এই ৩১ দফার কথা তৃণমূলে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কেন্দ্রের নির্দেশে মাঠে নেমেছি। আপনারা যদি একটু মনোযোগ সহকারে আমাদের এই ৩১ দফা পড়েন, তখন বুঝবেন আমাদের নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমান আরো আগেই রাষ্ট্র সংস্কারের কথা চিন্তা করেছিলেন। সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রের মৌলিক কাঠামোর প্রতিটি স্তরের সংস্কারের কথা এখানে রয়েছে। গত ১৭ বছর মানুষ ভোট কী জিনিস ভুলে গিয়েছিল পতিত শেখ হাসিনার কারণে। তার পতনের পর এখন সুযোগ এসেছে আবারো নিজের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে আনন্দ নেয়ার। আমাদের বিশ্বাস, জনগণ অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে সেই উৎসবের দিনটির জন্যে। আর এজন্যেই আমরা তথা বিএনপি বারংবার সরকারকে ভোটের সময়সূচির জন্যে অনুরোধ করছিলো।

এ সময় ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুহিন হাসান চৌধুরী, ঢাকার শাহবাগ থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, হাতিরঝিল থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সুমন গাজী, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা আল আমিন, কোতোয়ালী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর প্রধানিয়া, বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের গাজী, উপজেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক বাদল ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, উপজেলা যুবদলের প্রচার সম্পাদক রহমতুল্লাহ অয়ন তালুকদার, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আ. সাত্তার, শরিফ খলিফা, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, যুবদল নেতা ইসমাইল হোসেন, বালিথুবা পূর্ব ইউনিয়ন ছাত্রদল নেতা ফয়েজ কাজী প্রমুখ উপস্থিত ছিলেন ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়