প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৪
ভুল নাকি প্রতারণা? ৬ কেজির কথা বলে ৫ কেজি আলু বিক্রি করছেন ভ্রাম্যমাণ বিক্রেতা

মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান এলাকায় ভ্রাম্যমাণ পিকআপে করে আলু বিক্রি করতে গিয়ে অভিনভ প্রতারণার আশ্রয় নিচ্ছেন এক বিক্রেতা। ১০০ টাকায় ৬ কেজি আলু দেওয়ার কথা বলে মাইকিং করলেও বাস্তবে ওজনে কারচুপি করার অভিযোগ উঠেছে ইয়াদুল নামে এক বিক্রেতার বিরুদ্ধে।
|আরো খবর
গত ১৩ ডিসেম্বর ঢাকা-দোহার সড়কে মাইকিং শুনে আবুল কাশেম নামে এক ক্রেতা ১০০ টাকা দিয়ে এক প্যাকেট আলু কেনেন। সন্দেহ হওয়ায় স্থানীয় একটি দোকানে ডিজিটাল পাল্লায় মেপে দেখেন, ৬ কেজির স্থলে আলুর ওজন মাত্র ৫ কেজি। অর্থাৎ কৌশলে প্রতি ১০০ টাকায় এক কেজি আলু কম দেওয়া হচ্ছিল।
১৫ ডিসেম্বর ওই বিক্রেতা পুনরায় একই এলাকায় মাইকিং করে আলু বিক্রি করতে এলে ক্রেতা তাকে ওজনে কম দেওয়ার বিষয়ে চ্যালেঞ্জ করেন। শুরুতে বিভ্রান্তিকর তথ্য দিলেও পরে বিক্রেতা ইয়াদুল নিজের দোষ স্বীকার করেন। তিনি দাবি করেন, ভুলে উন্নত মানের আলু দেওয়ার কারণে ওজনে কম হয়েছে।
উপস্থিত ক্রেতারা বিক্রেতাকে সততা বজায় রেখে ব্যবসা করার পরামর্শ দেন। বিক্রেতা নিজের ভুল বুঝতে পেরে জনসম্মুখে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন। স্থানীয়রা এ ধরনের ভ্রাম্যমাণ প্রতারণা রোধে প্রশাসনের নজরদারি দাবি করেছেন।
ডিসিকে /এমজেডএইচ






