শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১৭:২৫

আজ বাকিলাতে আসছেন ডিঙ্গামানিক (ভারপ্রাপ্ত) মহারাজ

হাজীগঞ্জ ব্যুরো।।
আজ বাকিলাতে আসছেন ডিঙ্গামানিক (ভারপ্রাপ্ত) মহারাজ
মোহন্ত মহারাজ (ভারপ্রাপ্ত) শ্রীমৎ সুভাষ চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় বাকিলাতে আসছেন শরীয়তপুরের ডিঙ্গামানিকে অবস্থিত শ্রীশ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরের ভারপ্রাপ্ত মোহন্ত মহারাজ শ্রীমৎ সুভাষ চক্রবর্তী। এ দিন সন্ধ্যা থেকে পরের দিন শুক্রবার সকাল পর্যন্ত বাকিলার সন্না প্রয়াত সুকুমার ধরের বাড়িতে অবস্থান করবেন তিনি।

প্রয়াত সুকুমার ধরের ছেলে বিজয় কৃষ্ণ ধর জানান, আমাদের বাড়িতে শ্রীশ্রী সত্য নারায়ণ পূজার অনুষ্ঠানে যোগ দিবেন মোহন্ত মহারাজ শ্রীমৎ সুভাষ চক্রবর্তী।

এ ছাড়া পরের দিন শুক্রবার শ্রীশ্রী নারায়ণের শ্রীচরণে তুলসী প্রদান উপলক্ষে ভোগ আরতি ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। এতে সকল ভক্তকে আমন্ত্রণ জানানো হয়েছে। সার্বিক সহযোগিতায় থাকবেন অমল ধর, কমল ধর, অপূর্ব ধর, অনন্ত ধর নয়নসহ অন্যসকল ভক্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়