সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৪

শাহরাস্তিতে দুর্গা পূজার প্রস্তুতি সভায় সড়ক সংস্কার দাবি

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তিতে দুর্গা পূজার প্রস্তুতি সভায় সড়ক সংস্কার দাবি

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজা সামনে রেখে শাহরাস্তিতে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রসাশন। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের সভাপতিত্বে সভায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে পূজা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন মতামত প্রদান করা হয়। সভায় ১৯টি পূজা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় সবাই সড়কের বেহাল দশার চিত্র তুলে ধরে সড়ক সংস্কারের দাবি জানান। সভায় উপস্থিত সকলে সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহণের জন্যে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, উপজেলা জামায়াতের আমির মোস্তফা কামাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, আ. রাজ্জাক, মাহতাব উদ্দিন, রুহুল আমিন, আলম বেলাল। এছাড়া সভায় প্রশসনের বিভিন্ন দপ্তরের প্রধান, যৌথবাহিনীর প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়