বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:০২

ফরিদগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

আপনারা নির্বিঘ্নে দুর্গাপূজা পালন করুন, আমরা পাশে আছি .............ইউএনও সুলতানা রাজিয়া

প্রবীর চক্রবর্তী
আপনারা নির্বিঘ্নে দুর্গাপূজা পালন করুন, আমরা পাশে আছি                                           .............ইউএনও সুলতানা রাজিয়া

ফরিদগঞ্জে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, আনসার ভিডিপি কর্মকর্তা সৌভাগ্য রাণী সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পরেশ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক তপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবি দাস, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি হিতেশ শর্মা, ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, মহসিন হোসেন, পূজা পরিষদের সদস্য গনেশ লোধ, কৃষ্ণকমল দাস, শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া কমিটির সাধারণ সম্পাদক লিটন দে, দাসপাড়া যুব সংঘের সভাপতি পরেশ চন্দ্র দাস, চান্দ্রা শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া কমিটির সভাপতি ডা. রিপন চক্রবর্তী, বেহারীপুর দাসপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি লিটন চন্দ্র দাস, বাশারা সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা কমিটির সভাপতি পলাশ চক্রবর্তী, তাম্রশাসন সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি ঊষা রঞ্জন মজুমদার, আলোনিয়া শ্রী শ্রী রাধা গোবিন্দ হরিসভার সভাপতি প্রশান্ত সরকার পায়েল।

সভাপতির বক্তব্য রাখতে গিয়ে ইউএন সুলতানা রাজিয়া বলেন, আপনারা নির্বিঘ্নে দুর্গাপূজা পালন করুন, আমরা আপনাদের পাশে আছি। তবে পূজা আনুষঙ্গিক কিছু কেনাকাটার মধ্যে সিসি ক্যামেরা, অগ্নি নির্বাপক ব্যবস্থা, জেনারেটর এসব বিষয় নিশ্চিত করবেন। আমরা পূজা মণ্ডপ যাওয়ার সড়কগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেজন্যে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের ব্যবস্থা নিতে বলবো। প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী দিয়ে এখন থেকে রাত্রিকালীন পাহারার ব্যবস্থা করবেন। আমরা আমাদের প্রতিটি ইউনিয়নের ট্যাগ অফিসারদের মণ্ডপ কমিটির সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করার জন্যে বলবো। আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার ভিডিপির সদস্যরা যাতে স্বাচ্ছন্দ্যে তাদের ডিউটি পালন করতে পারে সে জন্যে মণ্ডপ কমিটি তাদের সহযোগিতা করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়