প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪০
হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

যৌথবাহিনীর অভিযানে হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. জাকির হোসেন (৪৪)কে গ্রেফতার এবং তার নিকট হতে ১২৮ পিচ ইয়াবা ও নগদ ৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
|আরো খবর
চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর ২০২৪ হতে যৌথবাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুষ্কৃতকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকাল পৌনে ১১টার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. জাকির হোসেন (৪৪)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ১২৮ পিচ ইয়াবা ও নগদ ৫৭০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।