প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৮
ময়মনসিংহ-চাঁদপুর বাস সার্ভিস উদ্বোধন

ময়মনসিংহ-চাঁদপুর রুটে নতুন বাস সার্ভিস চালু হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বাদ আসর আন্তঃজেলা চাঁদপুর পৌর বাস টার্মিনাল মার্কেটের সামনে ফুলের মালার ফিতা কেটে ময়মনসিংহ-চাঁদপুর ট্রাভেলস আরামদায়ক ও বিলাসবহুল ডে-নাইট চেয়ার কোচ সার্ভিসের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হেদায়েত উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও এসআর কালার ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক আজমল হোসেন মিরণ, যুবদল নেতা হিরণ মাঝি, পরিবহনের সাথে জড়িত সামছুল আলম বাবুল, সুমন মিজি, মো. শাহাদাত হোসেন প্রমুখ।
ময়মনসিংহ-চাঁদপুর ট্রাভেলসের পরিচালক ও চাঁদপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান জানান, এর আগে চাঁদপুর-সিলেট রুটে আমরা একতা সার্ভিস চালু করেছি। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে এখন ময়মনসিংহ-চাঁদপুর রুটে বাস চালু করেছি। প্রতিদিন সন্ধ্যা ৬টার সময় চাঁদপুর বাস টার্মিনাল থেকে এবং সন্ধ্যা সাড়ে ৭টার সময় ময়মনসিংহ থেকে এই বাস ছেড়ে যাবে। যাত্রী সেবার এই পথচলায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।