বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০০:৫৩

সবজির বাজারে অস্থিরতা, সাধারণ মানুষের নাভিশ্বাস

চাঁদপুরের বিভিন্ন বাজারে শাক-সবজির দাম হঠাৎ বৃদ্ধি, ভোগান্তিতে ক্রেতারা

মোহাম্মদ আব্দুর রহমান গাজী
চাঁদপুরের বিভিন্ন বাজারে শাক-সবজির দাম হঠাৎ বৃদ্ধি, ভোগান্তিতে ক্রেতারা

চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার, বাবুরহাট বাজার, বিপণীবাগ, পালবাজার ও পুরাণবাজারে হঠাৎ করেই শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় সবজি কিনতে গিয়ে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে

বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের শাক-সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে বেগুন ৮০ থেকে ৯০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, করলা ১২০ টাকা, পটল ৯০ টাকা, কাঁচামরিচ ২০০ বা ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া শাকপাতার দাম দ্বিগুণ হয়ে গেছে।

বাজারে আসা সাধারণ ক্রেতা মোশারেফ হোসেন ও জহির উদ্দিন বলছেন, প্রতিদিনের বাজার খরচ এখন দ্বিগুণ হয়ে গেছে। আগে যেখানে ৩০০ থেকে ৪০০ টাকায় সংসারের প্রয়োজনীয় সবজি কেনা যেতো, এখন সেখানে ৬০০ থেকে ৭০০ টাকা খরচ হচ্ছে

পালবাজারে আসা গৃহিণী মরিয়ম বেগম বলেন, প্রতিদিন বাজার করতে এসে আমাদের হিমশিম খেতে হচ্ছে। আগে ৩০০ টাকায় সংসারের সবজি কিনতে পারতাম, এখন ৬০০-৭০০ টাকাও যথেষ্ট হচ্ছে না। পরিবার চালানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে

ওয়্যারলেস বাজারে আসা দিনমজুর শফিকুল ইসলাম বলেন, আমাদের আয় বাড়েনি, কিন্তু বাজারের সবকিছুর দাম আকাশছোঁয়া। এক কেজি মরিচ কিনতে ২০০ টাকা দিতে হচ্ছে। এটা গরিব মানুষ কীভাবে সামাল দেবে?

ওয়্যারলেস বাজারের সবজি ব্যবসায়ী শফু মিজি বলেন, আমরা ইচ্ছে করে দাম বাড়াইনি। পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে। উপরন্তু পরিবহন খরচও বেড়েছে। তাই খুচরা বাজারেও দামে প্রভাব পড়ছে।

পুরাণবাজারের ব্যবসায়ী বাদল কাজী জানান, গ্রাম থেকে কম সরবরাহ আসছে। অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক জমির সবজি নষ্ট হয়ে গেছে। সরবরাহ স্বাভাবিক হলে দামও কমে আসবে।

এ বিষয়ে কথা হলে চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, বর্তমানে মৌসুমি বৃষ্টিপাত ও আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন এবং নদীর পানি বৃদ্ধির কারণে মাঠের সবজি আবাদ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে অতিরিক্ত বৃষ্টির ফলে জমিতে পানি জমে যাওয়ায় অনেক চাষি সবজি উৎপাদনে সমস্যায় পড়েছেন। তাছাড়া পরিবহন খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন খরচের সঙ্গে মিলিয়ে বাজারে সবজির দাম বেশি হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আমরা কৃষি বিভাগ থেকে কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে তারা পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করেন এবং আগাম জাতের সবজি আবাদে উৎসাহিত হন। এতে বাজারে শাক-সবজির সরবরাহ স্বাভাবিক হবে। আমাদের বিশ্বাস, এক থেকে দেড় সপ্তাহের মধ্যে নতুন মৌসুমি সবজি বাজারে আসতে শুরু করলে দাম আবারও সাধারণ মানুষের নাগালে চলে আসবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়