সোমবার, ১৮ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ২০:৪১

পুরাণবাজারে জন্মাষ্টমী উৎসবের আলোচনা সভা

আমি রাজনীতি করি মানুষের জন্যে, মানুষের সেবাই আমার রাজনীতি ---------আলহাজ্ব মো. মোশারফ হোসাইন

স্টাফ রিপোর্টার
আমি রাজনীতি করি মানুষের জন্যে, মানুষের সেবাই আমার রাজনীতি ---------আলহাজ্ব মো. মোশারফ হোসাইন

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. মোশারফ হোসাইন বলেছেন, আমি রাজনীতি করি মানুষের জন্যে, মানুষের সেবাই আমার রাজনীতি। যতক্ষণ পর্যন্ত দলমত নির্বিশেষে আমি আমার অবস্থান থেকে মানুষের সেবা করতে পারবো, ওই সময় পর্যন্ত রাজনীতি করবো। যেদিন থেকে আমি মানুষের সেবায় রাজনীতি করতে পারব না, এক মুহূর্তের জন্যে আমি রাজনীতি করবো না। কারণ রাজনীতি আমার পেশা নয়, আমি একজন ব্যবসায়ী মানুষ। আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় আমি ব্যবসা করছি।

শনিবার (১৬ আগস্ট ২০২৫) রাতে চাঁদপুর শহরের পুরাণবাজার হরিজন কলোনি ও হরিসভা মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি কিছু পাওয়ার জন্যে এখানে আসিনি। ভোট চাওয়ার জন্যে আসিনি। আপনাদের প্রতি আমার ব্যক্তিগত দুর্বলতা কাজ করে। আমি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আগামী দিনে আমার দল যদি কামিয়াবি হয়, আমার বিশ্বাস আপনাদের জন্যে আমি কিছু করতে পারবো। আমি কি হই বা না হই সেটা কোনো বিষয় নয়। আমার জীবনে একটাই চাওয়া, আমার মৃত্যুর পরে মানুষ যেনো বলে আমি একজন ভালো মানুষ ছিলাম।

মোশারফ হাজী আরো বলেন, আপনাদের সন্তানকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলুন, যাতে একদিন আপনার সন্তান ডিসি, এসপি হয়ে আপনার মুখ উজ্জ্বল করে। হরিজনের ঘরে জন্ম নেয়া কোনো অপরাধ নয়। আপনারা নিজেদেরকে ছোট ভাববেন না। আপনারা আমরা সবাই এদেশের নাগরিক। যদি আপনাদের সন্তানকে পড়াশোনা করানোর জন্যে আর্থিকভাবে কোনো সমস্যা হয়, আমাকে বলবেন আমি যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করবো। আমরা কে কোন্ ধর্মের কোন্ সম্প্রদায়ের তা না দেখে আমাদের বড় পরিচয় আমরা সৃষ্টিকর্তার সর্বোত্তম সৃষ্টি মানুষ। আমি আপনাদের বড়ো উপকার করতে পারবো সেই সামর্থ্য আমার নেই। তবে আমার অবস্থান থেকে ওয়াদা থাকবে, কোনো প্রয়োজনে আপনাদের পাশে যদি রাখেন, আমি আপনাদের কাজ করবো। আমার জন্যে দোয়া করবেন আমি যেনো সবকিছুর ঊর্ধ্বে উঠে জীবনে যতদিন বেঁচে থাকি, মানুষের সেবায় কাজ করে যেতে পারি।

শনিবার (১৬ আগস্ট ২০২৫) রাত ৮টায় অনুষ্ঠিত পুরাণবাজার হরিজন কলোনীর জন্মাষ্টমীর আলোচনায় হরিজন কলোনী শিব মন্দিরের সভাপতি শ্রী রনি দাসের পরিচালনায় বক্তব্য রাখেন পুরাণবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি প্রণব সাহা (নন্দা) ও সমাজ প্রধান কৈলাশ হরিজন। সভার শুরুতে ধর্মীয় গীতা পাঠ করেন শ্রী খোকন গোস্বামী।

এ সময় হরিজন সম্প্রদায়ের সবাই উপস্থিত ছিলেন। রাত সাড়ে নয়টার সময় হরিসভা মন্দিরে অনুষ্ঠিত হয় পুরাণবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের অনুষ্ঠান। এ অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী মোশারফ হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, জেলা বিএনপির সদস্য ও পৌরসভার সাবেক কমিশনার নজরুল ইসলাম নজু বেপারী, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক সরকার, পুরাণবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজীব দাস প্রমুখ।

আলোচনা শেষে প্রধান অতিথি উৎসব উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়